রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১১ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল বুধবার (৩১ মে) ঢাকার খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

আসামি তরিকুল ইসলাম নেত্রকোনার বারহাট্টার শামছু মিয়ার ছেলে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ৩০ জুন ১১ বছরের একটি শিশু তার বাসার সামনে খেলাধুলা করার সময় তরিকুল ইসলাম (২৭) অপহরণ করে নিয়ে যায়। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও ওই শিশুর সন্ধান পায়নি। পরে ফোনে জানতে পারেন, তরিকুল ইসলাম নামে একজন তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে তরিকুল ইসলামসহ তার সহযোগীদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অপহরণ মামলা দায়ের করে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অপহৃত শিশুটিকে গাজীপুর এলাকা থেকে উদ্ধারসহ তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলায় তরিকুল ইসলাম ১৬ মাস কারাবাস করার পর জামিনে মুক্ত হয়ে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। অন্যদিকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণের সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় তরিকুল ইসলামের বিরুদ্ধে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল র‌্যাবকে জানান, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। 

জেইউ/এসকেডি