১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছোঁড়া হয় পুলিশের অস্ত্র থেকে। পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে সেই রাতে রাজারবাগে শহীদ হন অনেক পুলিশ সদস্য।

২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ হওয়া ওইসব পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের সম্মানে রাজারবাগে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি।

এরপর বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এবং ডিএমপির পক্ষ থেকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় ডিএমপির একদল পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সশস্ত্র সালাম প্রদান করেন। সেই সঙ্গে বেজে উঠে বিউগলের করুণ সুর।

এমএসি/এমএইচএস