হাতিরঝিলে আলোকচ্ছটা/ ছবি- ঢাকা পোস্ট

আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় মধ্যরাতে হঠাৎ আলোকিত রাজধানীর হাতিরঝিল এলাকার আকাশ। একের পর এক প্রায় শতাধিক আতশবাজি ফোটানো হয়। একইসঙ্গে উড়িয়ে দেওয়া হয় নানা রঙের ১৫/২০টি দৃষ্টিনন্দন ফানুস। এ সময় রঙিন আলোয় আলোকিত হয় পুরো এলাকা।

শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে টানা ১২টা ১০ মিনিট পর্যন্ত এই আলোকসজ্জা দেখে শহরবাসী। উপলক্ষ ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন।

আকাশজুড়ে আলোর ছটা। যেন পরম সুখে ডানা মেলে জ্বলজ্বল করছে জোনাকি। খোল করতালের তালে ফানুস আর আতশবাজির মহাসমারোহ।

উপস্থিত কয়েকজন বলেন, প্রতিবছরই আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে নানা উৎসবের আয়োজন করি। এবারের আয়োজনটা ছিল একটু বিশেষ। সবাই মিলে একসাথে উদযাপন করি। তবে এবার করোনার কারণে কিছুটা সীমিত আকারে করতে হচ্ছে আয়োজন। তবু সবাই মিলে একসঙ্গে আনন্দ করছি।

শুধু রাজধানীর হাতিরঝিলেই নয়, সারাদেশেই নানা আয়োজনে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস।

টিএ/এইচকে