রাজধানীর ওয়ারীতে টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৬ জুন) দিনগত মধ্যরাত ২টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীতে টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাস্তার মধ্যে গ্যাস লাইন লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তিতাসকে খবর দেওয়া হয়েছে। তিতাস এসে লাইনে গ্যাসের সরবরাহ বন্ধ না করা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে অনেক বেগ পেতে হতে পারে। আপাতত কোনো ভবনে আগুন ছড়িয়ে পড়েনি। এছাড়া আগুন যেন কোনো ভবনে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে ফায়ার সার্ভিস কাজ করছে।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এমএসি/জেডএস