ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

সরকারের বিভিন্ন সংস্থা ২০১৭–১৮ থেকে ২০২১–২২ পর্যন্ত পাঁচ অর্থবছরে মোট ১২১টি মানি লন্ডারিং (অর্থ পাচার) মামলা দায়ের করেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

পাঁচ বছরে দায়ের হয়েছে ১২১ অর্থ পাচার মামলা

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো (দুদক; সিআইডি; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন; কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর; জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রার ইন্টেলিজেন্স সেল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) অনুসন্ধান, তদন্ত কার্যক্রমসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়।

আরও পড়ুন >>> টাকা পাচারকারীর তালিকাটা অন্তত মানুষ জানুক 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফ প্রকাশিত ‘পথশিশুদের ওপর জরিপ ২০২২’ শীর্ষক জরিপে দেখা যায়, জরিপে অংশ নেওয়া পথশিশুদের ৩০ শতাংশ খোলা জায়গায় থাকে, ৩৬ শতাংশ কখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যায়নি। ৯১ শতাংশ পথশিশু কাজ করে। দেশের আট বিভাগের ৫ থেকে ১৭ বছর বয়সী ৭ হাজার ২০০ পথশিশু জরিপে অংশ নেয়। এদের ৪৯ শতাংশ ঢাকায় থাকে।

প্রথম আলো

জীবিকা জোগাতে হয় শিশুকাল থেকেই

বিবিএসের জরিপের প্রতিবেদনে বলা হয়, ৫০ শতাংশ পথশিশু বলেছে, কাজ করতে গিয়ে তারা সহিংসতার শিকার হয়। পথচারীদের হাতে নির্যাতনের হার সবচেয়ে বেশি, ৮৩ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, এক-তৃতীয়াংশের বেশি পথশিশু ধূমপান ও নেশায় আসক্ত।

ব্যাংকের পরিচালক পদের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে নিতে নতুন করে তোড়জোড় শুরু করেছেন প্রভাবশালী ব্যাংকমালিকেরা। তাঁরা ইতিমধ্যে সরকারের উচ্চপর্যায়ে পরিচালক পদের মেয়াদ ৯ বছর থেকে ১২ বছর করার জন্য প্রস্তাব জমা দিয়েছেন।

প্রথম আলো

নির্বাচনী বছরে সুবিধা নিতে তৎপর ব্যাংকমালিকেরা

২০১৮ সালের নির্বাচনের আগে সরকার পরিচালক পদের মেয়াদ ৬ বছর থেকে ৯ বছর করে। পাশাপাশি একই পরিবার থেকে দুজনের পরিবর্তে চারজনকে পরিচালক করার বিধান যুক্ত করে। ২০১৮ সালে তাঁদের চাপে শুধু এই উদ্দেশ্যেই ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয়েছিল।

ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন আছে। দেশে এ বছর কোন ধরনটির প্রাদুর্ভাব বেশি, তার কোনো তথ্য সরকারের কাছে নেই। অর্থের অভাবে স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু পরিস্থিতির ওপর নজরদারি করতে পারছে না।

প্রথম আলো

ডেঙ্গুর কোন ধরন ছড়াচ্ছে, স্বাস্থ্য বিভাগ জানে না

স্বাস্থ্য বিভাগের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) দেশের রোগ পরিস্থিতির ওপর নজরদারি করে। গত বছরও প্রতিষ্ঠানটি বলেছিল, ডেঙ্গুর কোন ধরনের (ভেরিয়েন্ট) কারণে মানুষ বেশি আক্রান্ত হয়েছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতিতে শুরু হয়েছে নানা মেরুকরণ। দীর্ঘ এক দশক পর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়ায় তা নতুন মাত্রা পেয়েছে।

যুগান্তর

জামায়াত নিয়ে দুদলের ধীরে চলো নীতি

স্বাধীনতাবিরোধী এ দলটিকে প্রকাশ্যে রাজনীতির সুযোগ দেওয়া নিয়ে সব মহলেই চলছে নানা গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন, জামায়াত নিয়ে বড় দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি কৌশলী ভূমিকা পালন করে আসছে।

বিগত ৮ বছরের আটটি মে মাসের মধ্যে এবার মেতে সবচেয়ে দূষিত ছিল রাজধানী ঢাকার বায়ুর মান। এ মাসে একদিনও নির্মল বায়ু পায়নি শহরের মানুষ। মাসের ৩১ দিনের মধ্যে ১৬ দিনই ‘অস্বাস্থ্যকর’ ছিল বাতাসের মান।

যুগান্তর

রাজধানীর বায়ু সবচেয়ে দূষিত এ বছরের মেতে

ঢাকার বাতাসের ওপর এই সমীক্ষা তৈরি করেছে বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। সংস্থাটির পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, আসলে ঢাকার বাতাস নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা ও অঙ্গের যতটা মাথাব্যথা আছে, ততটাই নিষ্ক্রিয় মনে হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে।

আমদানির তুলনায় খুচরা বাজারে নিত্যপণ্যের মূল্যে পার্থক্য অনেক বেশি। কৃষিপণ্যের উৎপাদন মূল্যের চেয়ে খুচরা দরেও একই পরিস্থিতি। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও কিছু পণ্যের ক্ষেত্রে স্থানীয় বাজারে তার প্রতিফলন নেই।

সমকাল

উৎপাদন-আমদানির চেয়ে বাজারে দাম অনেক বেশি

টাস্কফোর্সের পর্যবেক্ষণ– কয়েকটি অত্যাবশ্যকীয় পণ্য ভোজ্যতেল, আটা, ময়দা ও পেঁয়াজের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও স্থানীয় বাজারে তার প্রতিফলন নেই। তা ছাড়া পেঁয়াজের স্থানীয় চাষিদের সুরক্ষায় কৃষি মন্ত্রণালয় থেকে আমদানির অনুমতি দেওয়াতে দেরি হওয়ায় এর সুযোগ নিয়েছে মধ্যস্বত্বভোগীরা।

আরও পড়ুন >>> রোহিঙ্গা সংকট : বিপদ যখন সর্বগ্রাসী!

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের এ দেশে অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই বলে বিদেশি রাষ্ট্রদূতদের জানিয়েছে সরকার। গতকাল রবিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসাগরীয় দেশগুলোসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ কথা জানান।

কালের কণ্ঠ

রোহিঙ্গাদের বাংলাদেশে অন্তর্ভুক্তির সুযোগ নেই

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, ফিলিস্তিন, ইরান, তুরস্ক, ইরাক, চীনের রাষ্ট্রদূতসহ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক, ইউএনএইচসিআর ও বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রসচিব, জননিরাপত্তাসচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৪ ধাপ এগোল বাংলাদেশ; পিকআপ চাপায় ছয় ভাইয়ের মৃত্যু চালক সাইফুলের আমৃত্যু কারাদণ্ড; দুই সিটিতে ভোট, ইসির চোখ সিসি ক্যামেরায়; বরিশাল ও খুলনায় নির্বাচন আজ ভোটে বিএনপিই ‘ফ্যাক্টর’; ডলার সংকট ও বাজারগত ত্রুটির কারণে দাম কমছে না নিত্যপণ্যের; ডলার সংকটে বেড়েছে বিদেশী কোম্পানির আয়ের পুনর্বিনিয়োগ সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।