রাজধানীর ডেমরা থানাধীন সানারপাড় খাল থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১২ জুন) দুপুরে স্থানীয় ও প্রত্যক্ষদর্শিদের দেওয়া খবরে ডেমরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল সানারপাড় খাল থেকে মরদেহটি উদ্ধার করে। 

ডেমরা থানা পুলিশ জানিয়েছে, গলিত মরদেহটি কচুরিপানার ওপরে ভেসে ছিল। আনুমানিক ২ থেকে ৩ দিন আগে মারা যেতে পারে। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সিআইডির ফরেনসিক বিভাগের টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ঘটনার আলামত সংগ্রহ করছেন। ঘটনাস্থলে রয়েছে পিবিআইয়ের একটি দল।

ওসি আরও বলেন, মরদেহ গলিত। বোঝার উপায় নাই হত্যার ঘটনা নাকি অন্য কারণে এ যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে। 

পাশাপাশি ঘটনাস্থলে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জেইউ/এমএ