গাজীপুরের দুর্ভোগ ঢুকছে ঢাকায়!
ছবি : সংগৃহীত
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
চট্টগ্রাম নগরে ২০০৭ সালের ১১ জুন ভয়াবহ পাহাড়ধসে মারা যান ১২৭ জন। এর মধ্যে লালখানবাজার ওয়ার্ডের মতিঝরনা এলাকায় মারা গিয়েছিল ১১ জন। পরের বছর আগস্টে একই এলাকায় মারা যায় আরও ১৪ জন। ২০১৩ সালে মারা যায় আরও দুজন। এর মধ্যে ছোটখাটো ধস লেগেই আছে। কিন্তু এরপরও মতিঝরনার পাহাড়ে বসতি বেড়েই চলেছে।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
বিজ্ঞাপন
পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি বেড়েছে ১০ গুণ
ওয়ার্ড কাউন্সিলর ও পরিবেশবাদীদের হিসাবে ১৫ বছর আগে মতিঝরনায় বসতি ছিল দুই শতাধিকের মতো। এখন তা বেড়ে হয়েছে এক হাজারের বেশি। এই এলাকার পাহাড়ে ঝুঁকির বিষয়টি প্রশাসনকে চিঠি দিয়ে অবহিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।
ফ্ল্যাট ও জমিতে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ আবার আসছে। এলাকা ও আয়তনভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে সুযোগটি নেওয়া যাবে। এ ছাড়া কর দিয়ে কালোটাকায় নতুন শিল্পকারখানাও স্থাপন করা যাবে।
প্রথম আলো
ফ্ল্যাট ও জমিতে কালোটাকা বিনিয়োগের সুযোগ আবার
১০ শতাংশ কর দিয়ে আগামী বছরের জুন পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে শিল্প স্থাপনের বিদ্যমান সুযোগটিও অব্যাহত থাকবে। নতুন আয়কর আইনে এভাবেই কালোটাকা বিনিয়োগের সুযোগ প্রদানের প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন >>> স্মার্ট বাংলাদেশের স্মার্ট ব্যাংক ডাকাত
কক্সবাজারের চকরিয়ায় পিকআপচাপায় ছয় ভাই হত্যাকাণ্ডের রায়ে সন্তুষ্ট হতে পারেননি তাঁদের মা মৃণালিনী সুশীল। তিনি বলেন, ‘রায়ে আমার চাওয়া পূরণ হয়নি। এই হত্যাকাণ্ড নিয়ে আমি যে প্রশ্নের উত্তর চেয়েছিলাম, সেটি পাইনি। এ জন্য আমি আপিল করব।’
প্রথম আলো
চালকের আমৃত্যু কারাদণ্ড হলেও যে প্রশ্নের উত্তর পাননি মা
রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুঠোফোনে গতকাল সোমবার মৃণালিনী সুশীল প্রথম আলোকে বলেন, ‘আদালতই বলেছেন, এটি পরিষ্কার হত্যাকাণ্ড। তাহলে আমার জানার বিষয়, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে? চালকের সঙ্গে আমাদের তো কোনো বিরোধ নেই। তিনি কার কথায় আমার ছয় ছেলেকে একসঙ্গে হত্যা করেছেন, সেই প্রশ্নের উত্তর চাই।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কর ও ঋণখেলাপিদের অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। ব্যাংক ঋণের ৫ বা ১০ শতাংশ জমা দিয়ে খেলাপির তালিকা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ কোনোভাবেই থাকা উচিত নয়। রাজনীতিতে এই অঙ্গীকার থাকা প্রয়োজন। সেটি না হলে প্রাতিষ্ঠানিক সংস্কার সম্ভব হবে না।
যুগান্তর
ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ নয়
রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলন কক্ষে ‘জাতীয় বাজেট ২০২৩-২৪-এর চারটি বড় চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির মহাপরিচালক ড. বিনায়ক সেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ।
অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে আটকা পড়লেন দোর্দণ্ড প্রতাপশালী আবদুল হাই বাচ্চু। তিনি বেসিক ব্যাংকের ভয়াবহ ঋণ কেলেঙ্কারির হোতা এবং প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান।
যুগান্তর
সেই বাচ্চু অবশেষে ধরা পড়ল দুদক জালে
অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে আটকা পড়লেন দোর্দণ্ড প্রতাপশালী আবদুল হাই বাচ্চু। তিনি বেসিক ব্যাংকের ভয়াবহ ঋণ কেলেঙ্কারির হোতা এবং প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান।
আরও পড়ুন >>> মরণ ফাঁদের নির্মাণকাজ
দেশের ধীরগতির প্রকল্পগুলোর একটি গাজীপুর-বিমানবন্দর বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি। পরিকল্পনা আর ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে ২০১৭ সাল থেকে এ সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকল্পটি।
বণিক বার্তা
ঢাকায় টেনে আনা হচ্ছে গাজীপুরের দুর্ভোগ?
গাজীপুর-বিমানবন্দরের মধ্যে বাসের জন্য বিশেষায়িত লেন তৈরির কাজ যখন শেষ দিকে, তখন প্রকল্পটি ঢাকার আরও ভেতরে সম্প্রসারণের পরিকল্পনা করছে ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেড। এজন্য সম্ভাব্য আটটি স্থান চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আরও তিনটি সম্ভাব্য স্থান প্রস্তাব করেছে প্রকল্পটির অন্যতম উন্নয়ন সহযোগী এজেন্সি ফ্রান্সেস ডেভেলপমেন্ট (এএফডি)।
এছাড়া শেখ আবদুল হাই বাচ্চুকে চেয়ারম্যান নিয়োগের রহস্য আজও উন্মোচিত হয়নি; ভরসা পাচ্ছেন না এমপিরা; ডেঙ্গুতে ১২ দিনে ১৩ মৃত্যু হাসপাতালে ১৩৮৬; খরতাপে বিশাল ঝুঁকিতে পাহাড়; ভোটে হাঙ্গামা, জয়ের বন্দরে নৌকা সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।