ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সুস্থ মানবসম্পদ গড়ে তুলতে হবে : টুকু
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সুস্থ মানবসম্পদ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১৩ জুন) সংসদ ভবনে কেবিনেট কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘অ্যাডভোকেসি প্লান টু অ্যাচিভ আইসিপিডি থ্রি জিরোস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং বিএপিপিডির পপুলেশন ডায়নামিক্স এবং ইয়ুথ ডেভেলপমেন্ট সাব কমিটির আহ্বায়ক মাহবুব আরা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
২০৩০ সালের মধ্যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (আইসিপিডি) প্রণীত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি লক্ষ্যমাত্রা, যথা-১) জিরো ‘আনমেট নিড’ ফর ফ্যামিলি প্ল্যানিং, ২) জিরো জেন্ডার বেইজড ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্রাক্টিসেস ইনক্লুডিং চাইল্ড ম্যারিজ এবং ৩) জিরো প্রিভেন্টেবল ম্যাটের্নাল ডেথস অর্জনে সংসদ সদস্যদের ভূমিকা বিষয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, ডিজিটাল বাংলাদেশের দ্বারপ্রান্তে এসে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও ডেল্টা প্রকল্প বাস্তবায়ন করতে হলে সুস্থ মানবসম্পদ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে বাল্যবিবাহ নিরোধ, মাতৃমৃত্যু এবং শিশু ও নারীদের ওপর সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। নির্দিষ্ট সময়ের মাঝে লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ.ফ.ম রুহুল হক বলেন, এসডিজি বাস্তবায়নে সঠিক পরিবার পরিকল্পনা বাস্তবায়ন, প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যুর হার ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। আমরা এ কাজগুলো যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে না করতে পারি তাহলে আমরা তা আর কখনোই পারব না।
অনুষ্ঠানের সভাপতি ও হুইপ মাহবুব আরা গিনি এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী বক্তাদের সুন্দর পরামর্শগুলো গ্রহণ করে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং কর্মশালার সহ-সভাপতি বেগম মেহের আফরোজ চুমকি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কর্মশালার সহ-সভাপতি আ.স.ম ফিরোজ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ বক্তব্য দেন।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং বিএপিপিডির পপুলেশন ডায়নামিক্স এবং ইয়ুথ ডেভেলপমেন্ট সাব-কমিটির আহ্বায়ক মাহবুব আরা বেগম গিনির সভাপতিত্বে এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালামের সঞ্চালনায় এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত-সচিব এম এ কামাল বিল্লাহ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএর পিপিআর প্রধান ড. মো. শহীদুল ইসলাম। কর্মশালার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এ পর্বে সংসদ সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
এ কর্মশালায় সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার, মো. নজরুল ইসলাম বাবু, মো. হাবিবে মিল্লাত, ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, উম্মে কুলসুম স্মৃতি, আরমা দত্ত, সৈয়দা রুবিনা আক্তার, আদিবা আনজুম মিতাসহ সংসদ সদস্যরা, ইউএনএফপিএর প্রতিনিধিবৃন্দ, এসপিসিপিডি প্রকল্পের ডিপিডি এ কে এম আব্দুর রহিম ভুইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমানসহ জাতীয় সংসদ সচিবালয়ের প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর/এফকে