কৃষি পণ্যের বিদেশি বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বাংলাদেশের কৃষিজাত পণ্য রপ্তানির জন্য বিদেশি নতুন বাজার খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের যে কৃষিজাত পণ্য উৎপন্ন হয়, সেটার জন্য বহির্বিশ্বের বাজার খুঁজতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোতে যেখানে আমাদের দেশের মানুষ আছেন, তাদের মধ্যেও বাংলাদেশি পণ্য কেনার আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে ফল-শাকসবজি কিনতে তারা আগ্রহী। সেজন্য এসব দেশগুলোতে বেশি নজর দিতেও বলা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে আমাদের কৃষিজাত পণ্য রপ্তানিতে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এই খাতে যেন বেশি আলোকপাত করা হয়, তিনি সেই নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী সম্ভাব্য বাজার খুঁজতে নজর দিতে বলেছেন, যেন এসব দেশ ভালো ক্রেতা পাওয়া যায়।
এসএইচআর/কেএ