ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ঘিরে বিক্ষোভে ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে আজ (রোববার) দেশব্যাপী চলছে হেফাজতে ইসলামের হরতাল। এ হরতালে ঢাকার ভেতরে যেমন গণপরিবহন চলাচল সীমিত রয়েছে, তেমনি দূরপাল্লার বাসগুলোও অন্য দিনের চেয়ে কম চলছে। 

পরিবহন মালিকপক্ষ বলছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভয় পাওয়ার পর রাজধানী ঢাকাসহ আন্তজেলা ও দূরপাল্লার রুটে বাস-মিনিবাস চলাচলের ঘোষণা দিয়েছেন তারা। যদিও যাত্রীর সংখ্যা কম থাকায় দূরপাল্লার বাসও চলছে কম। যেখানে আধাঘণ্টা পর পর বাস চলতো, সেখানে চলছে দেড় ঘণ্টা পর পর। 

রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মহাখালি ঘুরে দেখা গেছে, গণপরিবহন, বেসরকারি যানবাহন, সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। তবে কাউন্টারগুলোতে বিশেষ ভিড় নেই। যাত্রীর চাহিদার ভিত্তিতে গন্তব্যে ছেড়ে যাচ্ছে বাস।

শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকেই কল্যাণপুর গাবতলী থেকে তিনটি বিভাগের বিভিন্ন জেলায় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। তবে সকাল থেকেই কাউন্টারের যাত্রী খুবই কম থাকার কারণে আধাঘণ্টার জায়গায় দেড় ঘণ্টা পর পর ছেড়ে যাচ্ছে বাস।

তিনি বলেন, খুলনা বিভাগে অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। তবে রাজশাহী ও রংপুরে ময়মনসিংহ বিভাগে কিছু পরিবহন বাধার সম্মুখীন হওয়ার তথ্য পেয়েছি। আমরা পরিবহনের হেলপার-চালকদের কাউন্টার ছাড়া কোনো জায়গায় গাড়ি দাঁড় না করাতে ও সাবধানতা অবলম্বন করতে নির্দেশনা দিয়েছি। 

মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বিভিন্ন রুটের বাস টার্মিনালের সামনে এবং সড়কের দু'পাশে সারিবদ্ধভাবে দাঁড় করানো। দু’একটি করে বাস চলাচল করতে দেখা যায়। সেখানে কথা হয় ময়মনসিংহ রুটের সৌখিন পরিবহনের ম্যানেজার মো. আতিকের সাথে।

তিনি বলেন, আসার পথে আমরা একটি জায়গায় বাধার মুখে পড়েছি। সেখানে পুলিশের সহযোগিতায় আমরা নিরাপদে ঢাকায় ফিরেছি, আবার একটু পরই ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে আমাদের বাস। একইভাবে এনাসহ অন্যান্য পরিবহনও চলছে তবে সংখ্যায় তা কম।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ঢাকা পোস্টকে বলেন, সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালি বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে আমরা আমাদের লোকসান করতে চাই না মর্মে সবাই সম্মত হয়েছেন।

জেইউ/এনএফ