একদিকে বৃষ্টি, অন্যদিকে সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার জুড়ে সৃষ্টি হওয়া যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

সোমবার (১৯ জুন) বেলা ১১টা থেকে উপজেলার ভাটিয়ারী থেকে এ যানজট শুরু হয়ে নগরের প্রবেশমুখ কর্নেলহাট এবং একে খান মোড় পর্যন্ত ছাড়িয়ে গেছে। এতে গাড়িতেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে হচ্ছে যাত্রীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোল রোডের মুখে সংস্কার কাজ চলছে। দিনের বেলাও সেখানে ঠিকাদাররা কাজ বন্ধ রাখেননি। এতে করে টোল রোডের ঢাকামুখী লেনটি বন্ধ রাখা হয়েছে। এ কারণে বেলা ১১টা থেকে যানজটের সৃষ্টি হয়। দুপুরে সড়কে যান চলাচল একপ্রকার থমকে যায়। পরে ট্রাফিক পুলিশের সদস্যরা যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৫টার পর এই সড়কে ধীরে ধীরে যানচলাচল শুরু হয়। তবে তা স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

সীতাকুণ্ডের বাসিন্দা ও কলেজছাত্র রায়হান উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এই সড়ক ব্যবহার করে শহরে যাই। কয়েকমাস ধরে প্রায় সময় সড়কে যানজট তৈরি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকতে হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঢাকা পোস্টকে বলেন, অফিস খোলার দিনে সড়কে কাজ চলমান রয়েছে। এ কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের অনেক চেষ্টার পর একটু করে যানচলাচল শুরু হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা ঢাকা পোস্টকে বলেন, সড়কে নিয়মিত সংস্কার কাজ চলছে। প্রতিদিন পুরোপুরি কাজ করলেও আধা কিলোমিটারের বেশি সম্ভব হয় না। এজন্য দিনের বেলায়ও কাজ চলছে। তবে যেখানে কাজ চলছে সেখানে ছাড়া বাইরে তেমন যানজট নেই। ‘উন্নয়নের একটু ব্যথা’- এই আরকি।

এমআর/জেডএস