খিলগাঁওয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমসহ কারবারি গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রয়কারী চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৯ জুন) রাতে খিলগাঁও থানাধীন মহানগরী ওয়েস্ট ভিউ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
বিজ্ঞাপন
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন কুড়িগ্রাম ফুলবাড়ীর চর বড়লই গ্রামের আফজাল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক জানান, জিজ্ঞাসাবাদে জানায় গ্রেপ্তার আনোয়ার দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের নিকট থেকে প্রতারণামূলকভাবে তথ্য হাতিয়ে এসব অবৈধ রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এসব সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে থাকে। এরই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিজেদেরকে গোপন রাখতে এই সিমকার্ড ব্যবহার করে থাকে। এ সকল অসাধু সিমকার্ড ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আনোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/এমএ