চট্টগ্রাম চেম্বার সাবেক প্রেসিডেন্ট মুরাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৩০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোরশেদ মুরাদ ইব্রাহিম ও তার মা গুলশান আরা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে দুজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
বুধবার (২১ জুন) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
বিজ্ঞাপন
আদালত সূত্র জানায়, ৩০ কোটি ৩৯ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর মামলাটি দায়ের করে। মামলার পর বিবাদীরা ৪ বছরে কোনো টাকা পরিশোধ করেননি। এছাড়া ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি ৩৩(১) ধারা অনুযায়ী নিলামে বিক্রির জন্য বিজ্ঞপ্তি প্রচারিত হলেও আগ্রহী ক্রেতার অভাবে নিলাম বিক্রয় সফল হয়নি।
করোনা মহামারির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে সুদ মওকুফ সুবিধা দিয়ে বিআরপিডি সার্কুলার ১৬ জারি করা হলেও বিবাদীরা ওই সার্কুলারের আওতায় কোনো ডাউন পেমেন্ট জমা দিয়ে সুদ মওকুফের আবেদনও করেননি। আবার নিলাম কার্যক্রম স্থগিতের জন্য বিভিন্ন অপকৌশল প্রয়োগ করেছে।
বিজ্ঞাপন
সবমিলিয়ে আইনগত কারণে বিবাদী দুজনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে দুজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এমআর/জেডএস