দেশে কওমি মাদরাসা রয়েছে ১৩ হাজার ৯৬৭টি। এ তথ্য গতকাল জাতীয় সংসদকে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। 

সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন নাহারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, দেশে মসজিদ রয়েছে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। 

করোনাভাইরাসের সময় অনুদান দিতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে মসজিদের এই সংখ্যা জানা গেছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

দেশে নদী দখলকারীর সংখ্যা ৫০ লাখের বেশি
, জাতীয় নদী রক্ষা কমিশন ২০১৯ সালে জেলা প্রশাসকদের মাধ্যমে দেশের ৬৪ জেলার নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতের পদক্ষেপ গ্রহণ করে। ইতোমধ্যে অবৈধ দখলদারের সমন্বিত খসড়া তালিকা প্রস্তুত করে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে অর্ধলাখের বেশি অবৈধ দখলদারের পরিচয় প্রকাশ করা হয়েছে। জাতীয় সংসদে এসব তথ্য দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

সরকারি দলের সদস্য মমতাজ বেগমের প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, সারা দেশের নদ-নদীর নব্যতা বৃদ্ধি ও নদী-খাল দখলমুক্ত করার লক্ষ্যে জাতীয় নদী রক্ষা কমিশন সকল জেলা প্রশাসকের করা অবৈধ দখলদারমুক্ত করতে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য কয়েক দফায় নির্দেশনা দেওয়া হয়েছে। 

ইতোমধ্যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদীসহ বিভিন্ন নদীর উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীগুলো অনেকটা মুক্ত করা হয়েছে। এ পর্যন্ত ১৫ হাজারের অধিক অবৈধ দখলদার উচ্ছেদের তথ্য জেলা প্রশাসকদের কাছে কমিশন থেকে পাঠানো হয়েছে। বাকি দখলদার মুক্ত করতে অভিযান চলমান রয়েছে।

এনএফ