গুলশান লেক থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেকের মর্গে পাঠিয়েছে পুলিশ
রাজধানীর গুলশান লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮মার্চ) বিকেল ৪টার দিকে গুলশান লেকের ১২১ ও ১২৩ নম্বর রোডের মাঝামাঝি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, গুলশান লেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
এসকেডি
বিজ্ঞাপন