বাংলাদেশি এক তরুণী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বর্ধমান থানা পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- নূরতাজ আকতার মিম ও শেখ শামীম। 

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পুলিশের সূত্র দিয়ে লিখেছে, নূরতাজকে বিয়ে করেছে শামীম। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে শামীমের বাড়িতে যায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় নূরতাজ ও শামীমকে। 

ধৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ও ১৪সি ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশি এক তরুণীকে আটকে রাখা হয়েছে বলে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে, উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে কিছু দিন আগে নূরতাজ ভারতে আসে। তাকে বাংলাদেশ থেকে এ দেশে আসতে সাহায্য করেন শামীম। এক দালালের মাধ্যমে অবৈধভাবে বর্ডার অতিক্রম করে নূরতাজ ভারতে ঢোকেন। দালালের সঙ্গে তার যোগাযোগের ব্যবস্থা করে দেয় শামীম। নূরতাজের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। 

এনএফ