রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় আরিফ (২৪) ও মামুন (২৩) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়। এদের মধ্যে আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ বলেন, ঢাকা উদ্যান দুই নম্বর রোডের একটি প্লটে কয়েকজন গরু ব্যবসায়ী গরু এনে রেখেছেন। সেগুলো তারা হাটে নিয়ে বিক্রি করেন। মধ্যরাতে ওই প্লটে এসে চারজন ছিনতাইকারী চাপাতি ধরে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় গরু ব্যবসায়ীদের চিৎকারে অন্য ব্যবসায়ী ও স্থানীয়রা চলে এলে দুইজন পালিয়ে যায় এবং দুইজনকে চাপাতিসহ আটক করে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ জানায় সে ৩৩ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বেড়িবাঁধ এলাকায় যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটে সেসব ঘটনার সঙ্গে জড়িত আরিফ ও মামুন। মামুনের বিরুদ্ধে দুটি ছিনতাইয়ের মামলা রয়েছে। 

এই ঘটনায় গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এসএএ/জেডএস