ডিএসসিসি ২৪ ও ডিএনসিসি ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করবে
কয়েক বছর আগেও কোরবানির পর রাজধানীর বিভিন্ন জায়গায় বর্জ্য পড়ে থাকতে দেখা যেত। তবে গত দুই-তিন বছর ধরে এ অবস্থার উন্নতি হয়েছে। কোরবানির ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকার দুই সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণ করছে।
এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএনসিসির মেয়র ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, কোরবানির পর ৮ ঘণ্টার মধ্যে তারা বর্জ্য অপসারণের কাজ শেষ করবেন। অন্যদিকে ডিএসসিসি জানিয়েছে, তারা ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে।
বিজ্ঞাপন
ডিএসসিসি সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটের বর্জ্য এবং কোরবানি করা পশুর বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে ডিএসসিসির মুখপাত্র আবু নাছের বলেন, নির্দিষ্ট সময়ে কোরবানির বর্জ্য অপসারণের জন্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তদারকি পরিষদ গঠন করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে, যেন সুষ্ঠুভাবে ডিএসসিসি এলাকা থেকে বর্জ্য অপসারণ করা যায়।
বিজ্ঞাপন
বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসির পদক্ষেপ :
১। বর্জ্য অপসারণে ডিএসসিসির নিজস্ব ৩৫৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি (পে-লোডার ১০টি, বেকহো-লোডার ৪টি, স্কিড লোডার ৯টি, টায়ার ডোজার ৭টি, চেইন ডোজার ৩টি, ড্রাম্প টাক ৯৬টি, কম্পেক্টর ৫৩টি, পানিবাহী গাড়ি ৯টি ইত্যাদি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা, কাটা ও টুকরিসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে।
২। সরকারি বিভিন্ন সংস্থা থেকে সৌজন্যমূলক ২৪টি ভারী যন্ত্রপাতি নিয়োজিত থাকবে।
৩। বর্জ্য অপসারণে ডিএসসিসির ৫ হাজার ৩০০ জন পরিচ্ছন্নতা কর্মী, প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের ৩ হাজার কর্মী এবং পশুর হাটের জন্য ৬৩০ জন বাইরের শ্রমিকসহ সর্বমোট ৮ হাজার ৯৩০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকবে।
৪। পশুর হাটের বর্জ্য ও কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য রাস্তা পরিষ্কারের জন্য জীবাণুনাশক (স্যাভলন) ও ৩২ হাজার ৫০০ কেজি ব্লিচিং পাউডার ছিটানোর জন্য ওয়ার্ডভিত্তিক ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।
৫। বর্জ্য অপসারণের লক্ষ্যে কোরবানি দাতাদের মধ্যে বিনামূল্যে ১ লাখ ৩০ হাজার চটের ব্যাগ বিতরণ করা হয়েছে।
৬। বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির জন্য কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক তদারকি দল গঠন করা হয়েছে।
৭। বর্জ্য দ্রুত অপসারণের জন্য ঈদের আগের দুই দিন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী দুই দিনসহ বর্জ্যবাহী গাড়ি মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সেতু (ফ্লাইওভার) ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।
৮। মাতুয়াইলে অবস্থিত ভাগাড়ে (ল্যান্ডফিল্ড) বর্জ্য সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
৯। বায়ুদূষণ রোধে বর্জ্যবাহী ট্রাক চলাচলে ত্রিপলের ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে মঙ্গলবার (২৭ জুন) দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাট পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। যে ওয়ার্ড আগে বর্জ্য পরিষ্কার করবে সে ওয়ার্ডকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।’
বর্জ্য অপসারণের জন্য ডিএনসিসির পদক্ষেপ :
১। বর্জ্য অপসারণের জন্য ডিএনসিসির নিজস্ব ২ হাজার ১১৭ জন এবং অন্যান্য বেসরকারি ব্যবস্থাপনাসহ সর্বমোট ১০ হাজার ৩১৪ জন কর্মী নিয়োজিত করা হয়েছে।
২। পশুর বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ এবং পশুর হাটগুলো দ্রুত পরিষ্কারের লক্ষ্যে ঈদের আগের দিন থেকে ঈদের পরবর্তী দুই দিন নিরবচ্ছিন্নভাবে বর্জ্যবাহী ড্রাম্প ট্রাক/খোলা ট্রাক, ভারী যান-যন্ত্রপাতি, পানির গাড়ি, বেসরকারি এবং ভাড়ায় পিকআপ ভ্যানসহ সর্বমোট ৬১৫টি গাড়ি নিয়োজিত থাকবে।
৩। ল্যান্ডফিলে ঈদুল আজহার বর্জ্য পরিবেশসম্মত ডিসপোজাল নিশ্চিতকরণের লক্ষ্যে ৬টি এস্কেভেটর, ৪টি চেইন ডোজার, ২টি টায়ার ডোজার ও ১টি পে-লোডার নিয়োজিত রাখা হবে। প্রতিটি ওয়ার্ডে ভ্যানগাড়িতে করে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হবে।
৪। বর্জ্য ব্যাগ, ব্লিচিং পাউডারসহ অন্যান্য পরিচ্ছন্নতার জন্য ব্যবহৃত উপকরণ ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে জনগণের মধ্যে বিতরণ করা হবে।
৫। কোরবানি পশুর বর্জ্য অপসারণে গুলশান-২ এ নগর ভবন নিচতলায় অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর : +880255052084, 16106
৬। কন্ট্রোল রুমের পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করার জন্য ২৪ সদস্য বিশিষ্ট একটি তদারকি টিম গঠন করা হয়েছে।
এমএসি/এএসএস/এসএসএইচ/