পদোন্নতি পাওয়ার পর নতুন পোস্টিং হওয়ার আগে কোনো কর্মকর্তা নতুন পদের র‍্যাংকব্যাজ পরতে পারেন না। তবে কারাগারে অনেকেই পদোন্নতির আদেশ পাওয়ার সাথে সাথে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই র‍্যাংকব্যাজ কিনে ব্যবহার শুরু করেন। এতে বিব্রত বোধ করেন কারাগারের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা।

কারা কর্তৃপক্ষ এ ধরনের কাজকে বলছে ‘শৃঙ্খলাবিরোধী’। যারা এমনটি করছেন তাদের আর না করতে এবং অন্যরা যেন একই কাজ না করে সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

গত ২৩ মার্চ এ সংক্রান্ত একটি চিঠি সব বিভাগীয় ও জেলা কারাগারের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। পাশাপাশি এর অনুলিপি পাঠানো হয়েছে কারা অধিদফতরের সব সহকারী কারা মহাপরিদর্শক, কারা ইনস্টিটিউট, প্রিজন্স ইনটেলিজেন্সসহ সব শাখা প্রধানকে।

বাংলাদেশ জেল পোশাক নীতিমালা অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে র‌্যাংকব্যাজ পরিধান প্রসঙ্গে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ জেল এর কিছু কর্মকর্তা/কর্মচারী ভারপ্রাপ্ত, চলতি দায়িত্বে পদায়িত হয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে নিজের ইচ্ছেমতো র‌্যাংকব্যাজ পরিধান করছেন, যা বাংলাদেশ জেল এর মতো একটি সুশৃঙ্খল বাহিনীর ক্ষেত্রে কোনোভাবেই কাম্য নয়। এতে কারা বিভাগের সুনাম হানি ঘটছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

অত্রএব, বাংলাদেশ জেল পোশাক নীতিমালা অনুসরণ করে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে র‌্যাংক-ব্যাজ পরিধান করার জন্য সকল কারা কর্মকর্তা/কর্মচারীকে নির্দেশ প্রদান করা হলো। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম ঢাকা পোস্টকে এ ধরনের নির্দেশনার একটি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পদোন্নতি পাওয়ার পরই অনুমতি ছাড়া র‌্যাংকব্যাজ পরিধানের নিয়ম নেই। হয়তো কোথাও এর ব্যত্যয় ঘটেছে। সেজন্য এ ধরনের নির্দেশনা এসেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একটি কারাগারের সিনিয়র জেল সুপার ঢাকা পোস্টকে বলেন, কারাগারে অনেকেই পদোন্নতির আদেশ পাওয়ার সাথে সাথে নতুন পোস্টিং হওয়ার আগেই কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে র‍্যাংকব্যাজ কিনে ব্যবহার করছেন। সিনিয়রদের জন্য এটা খুবই বিব্রতকর। সবকিছু নিয়মের মধ্যেই হওয়া উচিত। এটা বন্ধ হওয়া দরকার।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে চিঠি প্রাপ্তির তথ্য নিশ্চিত করে বলেন, এমনটা হওয়া উচিত নয়। অনুমোদন না নিয়ে র‌্যাংকব্যাজ পরিধান করা শৃঙ্খলা পরিপন্থি।
জেইউ/জেএস