ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকায় ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেওয়া পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে। এ পর্যন্ত ডিএসসিসির ৩৮টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের দ্বিতীয় দিন অনেকে কোরবানি দিয়েছেন। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঈদের ২য় দিনে ৩৮টি ওয়ার্ড কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারিত হয়েছে।

ওয়ার্ডগুলো হলো, ১-৯, ১৩-২৯, ৩৬-৩৮, ৫২, ৫৪-৫৭, ৬৩, ৭১-৭৩।

এমএসি/এসকেডি