কুর্মিটোলায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় মামলা
রাজধানীর কুর্মিটোলায় ঈদের দিন রাতে প্রাইভেটকারের ধাক্কায় দুই জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঘাতক গাড়ি চালক সাইফ বিন নবীকে একমাত্র আসামি করা হয়েছে।
নিহতরা হলেন- জান্নাত আক্তার (১৮) ও মো. শামীম (৩৫)। জান্নাত ও শামীম চাচাতো ভাই-বোন।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জুন) রাতে নিহত কলেজ ছাত্রী জান্নাতের বাবা বাহাউদ্দীন বাদী হয়ে ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার (১ জুন) ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> মধ্যরাতে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
তিনি জানান, নিহত জান্নাতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার রাতেই মামলা নেওয়া হয়েছে। মামলায় গাড়ি চালককে আসামি করা হয়েছে। অভিযুক্ত গাড়ি চালক গ্রেপ্তার আছে। পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজহারে বাদী অভিযোগ করে বলেন, ঘাতক চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির কাগজ ছিল না। হত্যার উদ্দেশ্যে গাড়ি চালক শামীমের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে। এতে গাড়িতে থাকা শামীমসহ আমার মেয়ে জান্নাত ও নাতনি সাদিয়া ইসলাম গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাতেই জান্নাতকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা এবং পরের দিন শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম।
এজাহার সূত্রে জানা যায়, ঘাতক গাড়ি চালক সাইফ বিন নবীর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নাগের হাটে। ঢাকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পশ্চিম রাজাবাজার এলাকায় থাকেন তিনি।
এমএসি/জেডএস