চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ জুলাই) রাতে বান্দরবানের লামা উপজেলা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন- আবু ছালেক (২২), রিদুয়ানুল ইসলাম ওরফে ইমন (২২), আবদুল করিম (২৫) ও আবদুল কাদের (৪৩)।
পুলিশ জানায়, ভুক্তভোগী অটোরিকশাচালকের নাম গুনু মিয়া (৪১)। গত ৩০ জুন চারজন অভিযুক্ত মিলে সাতকানিয়া উপজেলার ডলুব্রিজ এলাকা থেকে তার অটোরিকশাটি ভাড়া করেন। পরবর্তী সময়ে এটিকে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নলবুনিয়া এলাকায় নিয়ে রওনা হন। সেখানে অভিযুক্তরা মিলে চালক গুনু মিয়ার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে তাকে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী গুনু মিয়া বাদী হয়ে লোহাগাড়া থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
বিজ্ঞাপন
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাটির তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে অটোরিকশাটি উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ (রোববার) আদালতে পাঠানো হয়েছে।
এমআর/কেএ