নারায়ণগঞ্জে বন্ধু পরিবহনের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি এলাকায় বন্ধু পরিবহনের ধাক্কায় জয়দেব সাহা (৫৫) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়দেব সাহা (৫৫) পেশায় রংমিস্ত্রি ছিলেন।
বিজ্ঞাপন
নিহতের ভায়রা শংকর রায় ঢাকা পোস্টকে বলেন, সোমবার দুপুরে নারায়ণগঞ্জের টানবাজার এলাকা থেকে জয়দেব সাহা সিএনজিতে করে জালকুড়ি এলাকায় এলে পেছন থেকে বন্ধু পরিবহন সিএনজিটিকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সে বর্তমানে নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় থাকত। তার বাড়ি কুমিল্লা জেলায়। সে ওই এলাকার হীরালাল সাহার ছেলে।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ফতুল্লা থানাকে জানিয়েছি।
এসএএ/এমজে