বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ বিভিন্ন ট্যুরিজম পার্কে নৌ পথে যাতায়াতের জন্য নৌ জেটি তৈরি ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। 

সোমবার (১০ জুলাই) বেজার প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।

বিআইডব্লিটিএ সূত্র জানিয়েছে, বেজা কর্তৃক বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, নাফ ট্যুরিজম পার্ক, সাবরাং ট্যুরিজম পার্ক ও সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্কের নৌপথে জেটির অবকাঠামো নির্মাণ, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে বেজা এবং বিআইডব্লিউটিএর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউছুফ হারুন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেজার সদস্যগণ, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মো. মুহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উভয় পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ এবং বেজার মহা ব্যবস্থাপক ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

এমএম/এমএ