বাসের ধাক্কায় প্রাণ গেল ট্র্যাফিক পুলিশের
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় দায়িত্বরত অবস্থায় সিটি বাসের ধাক্কায় নুরুল করিম (৪৭) নামের এক ট্র্যাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে থানার ২ নম্বর গেট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল করিম মহানগর ট্র্যাফিক পুলিশ উত্তর জোনের সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে ২ নম্বর গেট মোড়ের দায়িত্ব পালন করছিলেন ট্র্যাফিক সদস্য নুরুল করিম। এ সময় বেপরোয়া গতির ১০ নম্বর রোডের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এমআর/এমজেইউ