যাত্রাবাড়ীতে ৯৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক (৩৫) ও তার অন্যতম সহযোগী মো. আফসারকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার রাজ্জাক একটি মাদক কারবারি সিন্ডিকেটের মূলহোতা। আফসার পেশায় একজন ট্রাকচালক হলেও রাজ্জাকের সঙ্গে মাদক পরিবহনের কাজে ভূমিকা পালন করেন তিনি। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বড় বড় মাদকের চালান এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সেগুলো ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
জেইউ/এফকে