প্রকাশ্যে গুলি করে হত্যা : জাপানি হান্নান ফের রিমান্ড
অভিযুক্ত জাপানি হান্নান
রাজধানীর দক্ষিণখান থানার আইনুশবাগ (চাঁদনগর) এলাকার বাসিন্দা আব্দুর রশিদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জাপানি হান্নানকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম জাপানি হান্নানকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত জাপানি হান্নানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের আইনুশবাগে চাঁদনগর এলাকায় আব্দুর রশীদ নামে এক যুবককে জাপানি হান্নান ও তার সহযোগীরা গুলি করে হত্যা করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রশীদ ও হান্নানের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সর্বশেষ বালি রাখাকে কেন্দ্র করে আব্দুর রশীদের কাছে চাঁদা দাবি করে হান্নান। চাঁদা দিতে রাজি না হওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আবদুর রশিদ ওই এলাকার আবদুল মালেকের ছেলে। তিনি রড-সিমেন্টের ব্যবসা করতেন। ঘটনার পর হান্নানসহ আটজনকে আটক করে পুলিশ। পরে ওইদিন রাতেই নিহত আব্দুর রশিদের বড় ভাই হারুন অর রশিদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এজাহারে জাপানি হান্নানসহ ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও পাঁচজনসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।
টিএইচ/এসকেডি