রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার ছয়তলা থেকে পড়ে নাসিমা (১৯) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে ধানমন্ডি থানা পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টার পর ধানমন্ডির ১ নম্বর সড়কের একটি বাসার ছয়তলার বারান্দা থেকে পড়ে গুরুতর জখম হন গৃহকর্মী নাসিমা। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর রাত সাড়ে ৩টার দিকে নাসিমা মারা যান। সে তিন মাস আগে তাহমিনা হকের বাসায় কাজে যোগ দিয়েছিলেন।

নাসিমা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে– এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ঘটনার পর খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে যাই। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি আমরা খতিয়ে দেখছি। নাসিমার মৃত্যুর খবর শুনে রাতেই তার পরিবার থানায় এসেছিল। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পারভেজ ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নাসিমার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার বাড়ি ভোলা সদর উপজেলায়।

এ বিষয়ে জানতে গৃহকর্মী নাসিমার গৃহকর্ত্রী তাহমিনা হককে কল করা হলে তিনি রং নাম্বার বলে কেটে দেন।

এসএএ/এসএসএইচ/