প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ ঘণ্টা পর রাজধানী শহর ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে রাজধানীর এফডিসি এলাকায় রেললাইন অবরোধ করে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা আন্দোলন করায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সকাল দশটা থেকে বন্ধ ছিল।
বিজ্ঞাপন
সকাল ১০টার পর থেকে কোনো ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করেনি এবং সেখান থেকে ছেড়েও যায়নি।
পৌনে পাঁচ ঘণ্টা পর দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে এসেছে।
বিজ্ঞাপন
ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার বিষয়ে জানতে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ারকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
পরে ঢাকা রেলওয়ে স্টেশনের অন্য একটি সূত্র ঢাকা পোস্টকে জানায়, আন্দোলন শেষে দুপুর ২টা ৫০ মিনিটে প্রথম ট্রেন হিসেবে একতা এক্সপ্রেস ঢাকা স্টেশন ত্যাগ করে। পরবর্তী সময়ে অন্যান্য ট্রেনগুলোও সিডিউল অনুযায়ী ঢাকা ছাড়তে থাকে।
তিনি আরও বলেন, এ অবস্থায় কমলাপুর স্টেশন থেকে যেসব ট্রেন ছেড়ে যেতে বিলম্ব হয়েছে, সেসব ট্রেনের যাত্রীদের কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
এমএইচএন/এমজে