ছবি : সংগৃহীত

সুষ্ঠু নির্বাচনের সহায়ক পরিবেশ আছে কিনা এবং সব দল ভোটে অংশ নেবে কিনা– এ দুই প্রশ্নের জবাব খুঁজছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

সমকাল

দুই প্রশ্নের উত্তর খুঁজছে ইইউ প্রতিনিধি দল

আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে বাংলাদেশ সফরে আসা দলটি গতকাল শনিবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং এবি পার্টির সঙ্গে পৃথক বৈঠকে এ দুটি বিষয়ে জানতে চেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠকে নিজ নিজ দাবিতে অনড় থাকলেন ৫টি রাজনৈতিক দলের নেতারা। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং আমার বাংলাদেশ পার্টি নির্বাচনকালীন সরকার ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন।

যুগান্তর

অনড় অবস্থানে সবাই

রাজনৈতিক সংকট সমাধানের উপায় নিয়েও আলোচনা হয়েছে। তবে দলগুলো যদি নিজেদের অবস্থানে অনড় থাকে, সে ক্ষেত্রে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে কি না এমন শঙ্কাও প্রকাশ করেন ইইউ প্রতিনিধিরা।

আরও পড়ুন >>> ভোটের রাজনীতি, জোটের রাজনীতি 

চলমান ও সমাপ্ত প্রকল্পের তুলনায় প্রায় দ্বিগুণ দামের প্রিপেইড মিটার কেনার প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)।

যুগান্তর

দ্বিগুণ দামে কেনার প্রস্তাব

‘গ্যাস সেক্টর ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্লাইমেট মিটিগেশন’ শীর্ষক প্রকল্পে এমন অসামঞ্জস্য ব্যয় প্রস্তাব আসে। কিন্তু আপত্তি জানিয়ে প্রকল্প ফেরত দিতে যাচ্ছে পরিকল্পনা কমিশন।

দেশে প্রকৃত খেলাপি ঋণ ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত মার্চ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ১ লাখ ৩২ হাজার কোটি টাকা, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আছে ১৮ হাজার কোটি টাকা।

যুগান্তর

দেশে খেলাপি ঋণ ৪ লাখ কোটি টাকার বেশি

খেলাপি ঋণ থেকে অবলোপন বা মূল হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। মামলার বিপরীতে আটকে আছে ২ লাখ ২৪ হাজার কোটি টাকা।

কুরবানির ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থী, অভিভাবক-কর্তৃপক্ষের ভাবনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু আতঙ্ক। এতে আক্রান্ত কয়েক শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর, তাদের মধ্যে এ আতঙ্ক ভর করেছে।

যুগান্তর

শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশে মশার আঁতুড়ঘর

ভয়ে এখন অনেকে স্কুল-কলেজে যাওয়াই বন্ধ করে দিয়েছে। তাই কমছে শিক্ষার্থীর উপস্থিতি। তবে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। একাধিক প্রতিষ্ঠানের প্রধান জানিয়েছেন, ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় তারা শিক্ষার্থী উপস্থিতির হার কমার আশঙ্কা করছেন।

দেশের চাহিদা মেটাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) প্রায় অর্ধেক বিদ্যুৎই কিনতে হচ্ছে ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস (আইপিপি) ও ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে। ২০২১-২২ অর্থবছরে মোট ৮৫ হাজার ৬০৭ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয়।

বণিক বার্তা

বিপিডিবির ৭০% অর্থই ব্যয় হয়েছে আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে

আইপিপি থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনে তা কম দামে বিক্রি করতে গিয়ে প্রতি বছরই বিপিডিবির দেনা বাড়ছে। সংস্থাটির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদনের প্রাক্কলন করা হয়েছিল ৮ হাজার ৯৯৫ কোটি কিলোওয়াট ঘণ্টা (আমদানিসহ)।

সরকারের বিভিন্ন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মধ্যেও ২০২২ সালে দেশে রেকর্ডসংখ্যক গাড়ি বিক্রি ও নিবন্ধন হয়েছিল। আগের বছরের চেয়ে নিবন্ধনে প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ৩০ শতাংশ। তবে চলতি বছরের প্রথম ছয় মাসেই বড় ধাক্কা খেয়েছে দেশের গাড়ির বাজার।

বণিক বার্তা

দেশে গাড়ি নিবন্ধন কমেছে ৩৮ শতাংশ

ব্যবসায়ীরা বলছেন, একদিকে এলসি জটিলতায় আমদানি কমেছে, অন্যদিকে টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে গাড়ির দাম। এর প্রভাব পড়েছে গাড়ি বিক্রি ও নিবন্ধনে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে গাড়ি নিবন্ধন কমেছে প্রায় ৩৮ শতাংশ।

আরও পড়ুন >>> ডেঙ্গু : এত ভয়াবহ আকার ধারণ করল কেন? 

আবাসন ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক কোটি লোকের কর্মসংস্থান আছে। জড়িয়ে আছে প্রায় ১০ হাজার শিল্পপ্রতিষ্ঠান। বিশেষভাবে সিমেন্ট, পাথর, টাইলস, লিফট, সিরামিক, গ্লাস, সুইচ-সকেট, কেবল, কিচেনওয়্যারসহ শিল্প খাতের পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয় আবাসন খাতে।

দেশ রূপান্তর

ধস নামবে ১০ হাজার শিল্পপ্রতিষ্ঠানে

শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আয়কর আইন-২০২৩-এর আওতায় উৎসে কর বিধিমালা জারি করে দেশের সব এলাকার প্লট, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনার নিবন্ধন কর বাড়ানোয় আবাসন খাতে ধস নেমেছে। আবাসন খাতে করের বোঝা বাড়ানোয় এর সঙ্গে জড়িত শিল্প খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে। এতে বৈশ্বিক মন্দায় বেকায়দায় থাকা অর্থনীতির সংকট আরও বেড়েছে।

এছাড়া  আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ১০৩৩ কোটি টাকা; ৯ তরুণের বিশ্বজয়; কীভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব জানাল আ.লীগ; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।