জালিয়াতির মাধ্যমে নকল রেমিট্যান্স স্লিপ দিয়ে টাকা তুলে নেওয়া চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৮ হাজার নগদ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১২টি নকল ক্যাশ ম্যামো, ৮টি নকল রিয়া স্লিপ এবং এনআইডি কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।

রোববার (১৬ জুলাই) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, রিপন ওরফে হোন্ডা রিপন (৩৮), রহিম মুন্সী (২৮), মো. জুয়েল (৩১), কুলসুম বেগম (৪০) ও আসাদুজ্জামান (৫৫)।

তিনি জানান, চক্রটি বিভিন্ন সময় দেশের পাঁচটি ব্যাংকের ১১টি শাখা থেকে ৭০ লক্ষাধিক টাকা জাল-জালিয়াতির মাধ্যমে তুলে নিয়েছে বলে স্বীকার করেছে। সর্বশেষ গত ৩ মে সোশ্যাল ইসলামী ব্যাংকের হাসনাবাদ শাখা থেকে ৫ লাখ ৮৬ হাজার টাকা তুলে নিলে ব্যাংক কর্তৃপক্ষ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করে। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি সহায়তায় কেরানীগঞ্জ, গাজীপুর ও ডিএমপি এলাকায় অভিযান চালিয়ে তাদের  গ্রেপ্তার করা হয়।

আসাদুজ্জামান আরও জানান, চক্রটির মোট কতজন সদস্য এবং তারা আরও কী ধরনের অপরাধ করেছে, এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

এনআর/এসকেডি