ডিএনসিসির অভিযানে ১৫ মামলায় জরিমানা সাড়ে ৫ লাখ
মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের দশম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১৫ মামলায় মোট ৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ জুলাই) ডিএনসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানান, আজ মঙ্গলবার অঞ্চল-৫ এর আওতাধীন বায়তুল আমান ও মনসুরাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৪টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ৪টি মামলায় মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করা হয়।
অঞ্চল-৩ এর আওতাধীন বনশ্রী ও রামপুরা এলাকায় অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি ভবন মালিককে দুই মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল ১ ও ৭ এর আওতাধীন উত্তরা ৭নং সেক্টর এলাকায় ৩টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ডিএনসিসির অঞ্চল-৬ এর আওতাধীন উত্তরা এলাকায় ৩টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় তিন মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অঞ্চল-৪ এর আওতাধীন মিরপুর এলাকায় অভিযানে প্রায় ৯০টি ভবন, স্থাপনা, জলাশয়, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করা হয়। এসময় ২টি নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় দুইটি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অঞ্চল-৯ এর আওতাধীন বাড্ডা এলাকায় অভিযানে ভবন, স্থাপনা, জলাশয়, রেস্টুরেন্ট ও দোকানপাটসহ মোট ২৩৮টি স্পট পরিদর্শন করা হয়। এসময় একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র বলেন, মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান তদারকির জন্য সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে দশটি টিম গঠন করা হয়েছে।
দশটি টিম প্রতিদিন চলমান অভিযান তদারকি করছে বলেও জানান তিনি।
এএসএস/এমজে