দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার নাম, পদবী, ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি খুলে প্রতারণা ও ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রেজওয়ান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর মিরপুর এলাকা থেকে ভুয়া দুদক কর্মকর্তা মো. রেজওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি রেজওয়ান রংপুরের পীরগঞ্জের বাসিন্দা।

এর আগে দুদকের উপ-পরিচালক সিফাত উদ্দিন বাদী হয়ে ঢাকার রমনা থানায় একটি মামলা করেন। মামলার বিষয়টি দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক সিফাত উদ্দিনের নাম, পদবী, ছবি ও অজ্ঞাত মোবাইল নম্বর ব্যবহার করে এক/একাধিক ব্যক্তি/একটি চক্র তার নামে ফেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি খুলে তার পেশাগত পরিচয় ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। চক্রটি বিভিন্ন ব্যক্তিকে কল করে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখ করে ভয়ভীতি দেখিয়ে বিকাশ, নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এবং নগদে টাকা আদায় ও অন্যান্য অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিল।

দুর্নীতির অভিযোগ থেকে নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তি থেকে চক্রটি অর্থ আদায় করেছে উল্লেখ করে মামলার এজাহারে আরও বলা হয়, বিষয়টি পরিচিত কয়েকজন ব্যক্তি থেকে বাদী জানতে পেরেছেন। বাদী পরিচয় ও ছবি ব্যবহার, ছদ্মবেশ ধারণ করে, মিথ্যা তথ্য প্রকাশ করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। মামলা দায়েরের পর তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্য রেজওয়ানকে রাজধানীর মিরপুরের আমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএম/এসকেডি