মেয়র আতিক
পাবলিক টয়লেট সংক্রান্ত সব উদ্যোগে পাশে থাকবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এখন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল পেট্রোল পাম্প ও গ্যাস স্টেশন এবং শপিং-মলগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক পাবলিক টয়লেট থাকতে হবে। যেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, সর্ব সাধারণের ব্যবহারযোগ্য ও জেন্ডারবান্ধব হবে।
বৃহস্পতিবার (২০ জুলাই) হোটেল লেকশোরে ওয়াটারএইড, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া (এএসসিআই), বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং কিম্বারলি-ক্লার্কের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান এক্সচেঞ্জ অন পাবলিক স্যানিটেশন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, পাবলিক টয়লেটগুলোর আর্থিক ব্যবস্থাপনা উন্নত করতে এখন থেকে আমরা এগুলোতে বিজ্ঞাপন প্রদান সুবিধা অন্তর্ভুক্ত করতে পারি। পাবলিক টয়লেট সংক্রান্ত সকল উদ্যোগে ডিএনসিসি কর্তৃপক্ষ তাদের পূর্ণ সহায়তা প্রদান করবে।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াটার এইড দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. মো. খায়রুল ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ।
বিজ্ঞাপন
ওএফএ/এসকেডি