ওয়ারীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
রাজধানীর ওয়ারী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মামুন হোসেন, মো.আরাফাত দর্জি ও মো.জাহাঙ্গীর।
শুক্রবার (২১ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।
বিজ্ঞাপন
ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা সময় ওয়ারীর জয়কালী মন্দির রোড এলাকার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন
এমএসি/এমজে