ঢাকার দোহারে অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ লিটন মোড়ল (৫৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৩ জুলাই) বিকেলে র‌্যাব-১০ এর একটি দল দোহারের মেঘুলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক লিটন পেশাদার সন্ত্রাসী বলে দাবি করেছে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এনায়েত কবির সোয়েব জানান, দীর্ঘদিন ধরে ঢাকার দোহারের মেঘুলা বাজার এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল লিটন মোড়ল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

জেইউ/এমজে