নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক ফকির এপারেলসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৮ ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সোমবার (২৪ জুলাই) সকাল ১০টা ৩১ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর পর একে একে ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম ঢাকা পোস্টকে বলেন, আগুনের খবরে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল ১০টা ৩৮ মিনিটে। মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও আগুন নিয়ন্ত্রণে কাজ করে আটটি। ৮ ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

জেইউ/এমএ