চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে মো. শাকিল নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) থানার কালুরঘাট সংলগ্ন পাঠানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাকিল পরিবারের সঙ্গে নগরের চকবাজার থানা এলাকায় থাকতেন। তিনি কক্সবাজার সদর উপজেলার মো. আবুল কাশেমের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। চোখে আঁচড় টাইপের একটা চিহ্ন ছিল। তবে মনে হয়েছে এটি মরদেহ পড়ে থাকার কারণে কোনো পোকা আক্রমণ করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ ছাত্রের বাবা মো. আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, জানামতে আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। তবে মনে হচ্ছে, কাছের বন্ধুর দ্বারা শাকিল হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আল্লাহ সব ভালো জানবেন।

এমআর/জেডএস