প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সারা বিশ্বে প্রায় ২৪ লাখ ডায়াসপোরা (বাংলাদেশি প্রবাসী যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে বা পাওয়ার প্রক্রিয়াধীন রয়েছে) বাংলাদেশি রয়েছেন। যারা বিদেশের সম্প্রদায়গুলোতে অর্থনেতিক সহযোগিতার পাশাপাশি তাদের বিশেষ দক্ষতা, জ্ঞান এবং প্রযুক্তিগত ক্ষমতার মাধ্যমে অবদান রাখছেন।

বুধবার (২৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের জাতীয় ডায়াসপোরা নীতির খসড়া যাচাই নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে একটি কর্মশালায় এ কথা বলেন মন্ত্রী।

ইমরান আহমদ বলেন, জাতীয় ডায়াসপোরা নীতি আমাদের প্রবাসীদের ক্ষমতাকে কাজে লাগানোর জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নে একটি চ্যাম্পিয়ন দেশ হিসেবে আমাদের প্রতিশ্রুতি হলো- ডায়াসপোরাদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। আমাদের টেকসই উন্নয়নে উল্লেখযোগ্যভাবে অবদান রাখার জন্য ডায়াসপোরা শুধুমাত্র সম্ভাব্য বিনিয়োগ নয় বরং দক্ষতা এবং জ্ঞানের উৎসের প্রতিনিধিত্ব করে।

কর্মশালার সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সচিব বলেন, বাংলাদেশি ডায়াসপোরারা বাংলাদেশের জাতীয় উন্নয়নের বিভিন্ন পর্যায়ে বিশেষত মানবিক উন্নয়ন ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রেমিট্যান্সের বাইরেও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে ডায়াসপোরোদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আরও কার্যকরভাবে জড়িত করার জন্য একটি ব্যাপক এবং কৌশলগত পদ্ধতি দেওয়াই এ নীতির লক্ষ্য।

কর্মশালায় আইওএম বাংলাদেশ মিশন প্রধান আবদুসাত্তর এসয়েভ বলেন, প্রবাসীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার অনন্য ক্ষমতা রয়েছে। উন্নয়নের জন্য প্রবাসীদের সম্পৃক্ত করা, সক্ষম করা এবং ক্ষমতায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই যুগান্তকারী নীতি প্রণয়নে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পেরে সম্মানিত।

কর্মশালায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহিদুল আলম, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, মানব উন্নয়ন গবেষণা কেন্দ্রে (এইচডিআরসি) প্রধান উপদেষ্টা অধ্যাপক আবুল বারকাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. নাসিম আহমেদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এনআই/এসএম