হোটেলে অসামাজিক কার্যকলাপ : চট্টগ্রামে ১৪ তরুণ-তরুণী আটক
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৪ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিন জন যুবক ও ১১ জন তরুণী রয়েছেন।
বুধবার (২৬ জুলাই) থানার স্টেশন রোড এলাকার হোটেল সিলভার ইন থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির ঢাকা পোস্টকে বলেন, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়ার নেতৃত্বে একটি টিম অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৪ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/এসএসএইচ/
বিজ্ঞাপন