আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য জেলা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। 

মন্ত্রী বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে জেলা পরিষদের সব সদস্যকে একযোগে কাজ করতে হবে। কারণ বিএনপি-জামায়াত দেশে আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। 

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার কলুষিত করার সব দায়ভার বিএনপির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে ধারায় বাংলাদেশকে নিয়ে গেছেন তাতে ধীরে ধীরে জেলা পরিষদের সদস্যদের আরো ক্ষমতায়ন করা হবে। তবে সবকিছুর ওপর জনগণের কল্যাণকেই আপনাদের অগ্রাধিকার দিতে হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা তাদের সম্মানী ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অনুরোধ জানান।

জবাবে মন্ত্রী জানান, জেলা পরিষদ একসময় নিষ্ক্রিয় ছিল। এখন সক্রিয় করা হয়েছে। এতে সুযোগ-সুবিধার বিভিন্ন ঘাটতি এখন আমাদের নজরে আসছে। চেষ্টা করা হবে সব সমস্যারই ধীরে ধীরে সমাধান করার জন্য। এতে অধৈর্য হলে চলবে না।

তিনি বলেন, আপনাদের সব সমস্যা রাতারাতি সমাধান করা না গেলেও স্থানীয় সরকার বিভাগ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের চেষ্টা করবে। ভুলে গেলে চলবে না আপনারা জনপ্রতিনিধি, জনগণের সমস্যার সমাধানের জন্যই আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন। 

এ সময় মন্ত্রী জেলা পরিষদের সদস্যদেরকে অন্যান্যদের মধ্যে দৃষ্টান্ত হিসেবে নিজেদেরকে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত সন্তুষ্টি অসন্তুষ্টির চেয়েও দেশের কল্যাণে কতটুকু কাজ করতে পারছি সেটাই আমাদের চিন্তা হওয়া উচিত। 

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী বলেন, স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী মো. তাজুল ইসলাম অত্যন্ত দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন। জেলা পরিষদের সদস্যদের সমস্যাগুলো নিশ্চয়ই তিনি ধীরে ধীরে সমাধান করবেন এবং এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে সব সহযোগিতা করা হবে।

সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আমিনুর রহমান।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বাবুল মিয়া, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বি. এম তৌফিক ইসলাম।

এসএইচআর/জেডএস