কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো সমস্যা সমাধানে সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলামকে না জানিয়ে প্রটোকল মানার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিআরটিসির জেনারেল ম্যানেজার (প্রশা. ও পার্সো.) মোহম্মদ সাইদুর রহমানের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) যেকোনো সমস্যা সরাসরি চেয়ারম্যানের নিকট উপস্থাপন করা হচ্ছে। এতে কর্পোরেশনের স্বাভাবিক কাজের ধারা ব্যাহত হচ্ছে। কর্পোরেশনের পদসোপান ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে যেকোনো সমস্যা পরিচালক ও মহাব্যবস্থাপক পর্যায়ে উপস্থাপন করতে অনুরোধ করা হল। এর মাধ্যমে নিষ্পত্তি না হলে প্রয়োজনে পরিচালকরা চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করবেন।

আদেশে আরও বলা হয়, কর্পোরেশনের স্বার্থে এ আদেশ জারি করা হল এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এমএইচএন/এমজে