আবারও সিপিটিইউর ডিজি হলেন মো. শোহেলের রহমান
সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক (ডিজি) পদে আবারও নিয়োগ পেয়েছেন মো. শোহেলের রহমান চৌধুরী। তাকে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ২০২০ সালের ১২ জানুয়ারির এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি ক্রয়বিষয়ক জাতীয় প্রশিক্ষক মো. শোহেলের রহমানকে সিপিটিইউর মহাপরিচালক পদে নিয়োগ দেয় সরকার।
বিজ্ঞাপন
এরপর চলতি বছরের ২৫ জুন গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে অবসরে যাওয়ার সুবিধার্থে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।
চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়, মো. শোহেলের রহমান চৌধুরীকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
এসএইচআর/জেডএস