বুধবার অভিযান চালিয়ে চক্রের দুই চীনা সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চীনা প্রতারক চক্রের ফাঁদে পড়ে ৩ লাখ ৩৫ হাজার টাকা খুইয়েছেন আবুল কালাম আজাদ নামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক এক অতিরিক্ত সচিব। পরে চক্রটি আরও ৫ লাখ টাকা দাবি করায় প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ঢাকা মহানগর পুলিশের রমনা থানায় মঙ্গলবার (১ আগস্ট) ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন তিনি।

এ মামলার পরিপ্রেক্ষিতে বুধবার (২ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া অভিযান চালিয়ে চক্রের দুই চীনা সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জব্দকৃত ২০টি ফোন, ১টি ল্যাপটপ, ১টি রাউটার, ২টি পাসপোর্ট ও ৩ হাজার পিস সিমকার্ড।

গ্রেপ্তাররা হলেন চীনা নাগরিক ঝ্যাং সিং, ঝ্যাং ইরউয়া, দুই বাংলাদেশি যুবক সিয়াম চৌধুরী ও মো. আবীর হোসেন। তারা চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থান করছিলেন। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে বিভিন্ন কোম্পানির ১৫টি স্মার্টফোন, ৫টি বিভিন্ন কোম্পানির বাটনফোন, ১টি ল্যাপটপ, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট সচলসহ ৩ হাজার পিস বিভিন্ন কোম্পানির মোবাইল সিমকার্ড, ১টি রাউটার ও ২টি পাসপোর্ট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে টাকা উপার্জনের ফাঁদ পেতে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে চীনে পাচার করছে। শুধু এ কাজের জন্যই চীন থেকে দুই দফায় চার ব্যক্তি দেশে এসেছিলেন। আমেরিকা-ভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাজন নামে প্রতারণা করত এ চক্রটি। আমরা তাদের সিন্ডিকেট ভেঙে দিয়েছি।

এমএসি/এফকে