খাদ্যে ভেজাল প্রয়োগকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন নিরাপদ খাদ্য আন্দোলনকারীরা। এ সময় তারা নিরাপদ খাদ্য নিশ্চিতের পাশাপাশি খাদ্যে ভেজাল প্রয়োগকারীদের কঠোর শাস্তির দাবি জানান।

শুক্রবার (২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ আহ্বান জানান। নিরাপদ খাদ্য চাই ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য আছে কিন্তু নিরাপদ খাদ্যের বড়ই অভাব। ভেজাল খাদ্য খেয়ে আমরা নানা রোগে আক্রান্ত হচ্ছি। কিন্তু নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারছি না। নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা নাহলে ভবিষ্যৎ প্রজন্মকে রোগ বালাইয়ের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে।

তারা বলেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নিরাপদ খাদ্যের দাবিতে এভাবে পথে নামতে হয় না। খাদ্যে ভেজাল মেশানোর মাধ্যমে নীরবে মানুষ হত্যা করা হচ্ছে। খাদ্যে ভেজালকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের রাষ্ট্রীয় আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারাদেশে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ খাদ্য চাই সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিব বাচ্চু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মো. ইকবাল হোসেন, প্রকৌশলী আলাউদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. ইউসুফ প্রমুখ। 

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কোনটা ভেজাল আর কোনটা প্রকৃত খাদ্য এটা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বাজারে গেলে প্রতিনিয়ত ভেজালের শিকার হতে হচ্ছে। অনেক সময় বেশি দামেও ভেজাল খাদ্য কিনছেন ভোক্তারা। ভেজাল খাদ্যের কারণে শিশুরা কিডনিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও ফলাফল শূন্য। 

একে/এসকেডি