দিনে ছিনতাই রাতে ডাকাতি, চক্রের পাঁচ সদস্য আটক
দিনে ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের জিম্মি করে ছিনতাই আর রাত হলে ডাকাতি করতো। এমন এক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৯ আগস্ট) রাতে মোহাম্মদপুরের লাউতলা এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১০ আগস্ট) র্যাব-২ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য জানান।
বিজ্ঞাপন
আটককৃত হলেন, নিয়ামুল শরীফ (৩০), মো. রাকিব (১৯), পিয়াল মোল্লা (২০), মো. মুন্না (১৯) ও মো. ইসাহক (২৭)।
র্যাবের এই কর্মকর্তা জানান, ‘একদল সশস্ত্র যুবক ডাকাতির উদ্দেশ্যে মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় একত্রিত হয়েছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় দেশি অস্ত্রসহ তাদের আটক করা হয়।’
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে শিহাব করিম জানান, ‘আটক পাঁচজন সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দিনের বেলা ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ ছিনতাই করে তারা। আর রাত হলেই গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নিত ডাকাত চক্রটি।’
বিজ্ঞাপন
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আটক পাঁচজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
জেইউ/এমএসএম