সৌদি আরবের হাইল ও আরার শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান শুরু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) এই সেবাপ্রদান শুরু হয় এবং এদিনই কয়েকশ’ প্রবাসী বাংলাদেশি দূতাবাসের এই সেবা গ্রহণ ক‌রেন।

রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস জানায়, শুক্রবার প্রবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।

এছাড়া দূতাবাসের শ্রম শাখার পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামাবিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। একইসঙ্গে প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন ও এই কার্ড বিতরণ করা হয়।

সেবা গ্রহণ করতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। একইস‌ঙ্গে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুবিধার কথাও জানানো হয়।

হাইলে দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা, বন্ড করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। শনিবার (১২ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত কনস্যুলার সেবা প্রদান করা হবে।

এনআই/টিএম