জাতীয় সংসদের অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রদর্শিত হয়েছে। শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক ভাষণ প্রর্দশন করা হয়।

১৯৭২ সালে তৎকালীন ঢাকা স্টেডিয়াম বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ ভাষণ দিয়েছিলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে এ সময় সংসদ কক্ষে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায় বসে। বৃহস্পতি থেকে শুরু হওয়া এ অধিবেশন চলবে শনি ও রোববার। বরাবরের মতো এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে।

 গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের একাদশ অধিবেশন। সংবিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। যে কারণে এ অধিবেশন ডাকতে হয়েছে।

এইউএ/ওএফ