শ্যামপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
শ্যামপুর থানা
রাজধানীর শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় সোহেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৪ আগস্ট) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সকাল ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সোহেলকে হাসপাতালে নিয়ে আসা মোশারফ নামে এক ব্যক্তি বলেন, সোহেল ধোলাইপাড় এলাকায় যাত্রী ওঠানোর লাইনম্যান হিসেবে কাজ করতো। সকালে ডিউটি করার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শ্যামপুর থানাকে জানিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/এসএম