আরও তিন বছর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান থাকছেন ড. মো. আফতাব আলী শেখ। তাকে এ পদে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন অনুযায়ী অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখকে আগের নিয়োগের ধারাবাহিকতায় অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তিনি বিসিএসআইআর’র চেয়ারম্যান থাকবেন।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এসএইচআর/এসএসএইচ/